সাম্প্রতিক সময়ে জ্বর হলে করোনা ভাইরাসের পাশাপাশি ডেঙ্গু পরীক্ষাও করতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল রবিবার দুপুরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, ‘আপনারা জানেন, দেশের করোনা পরিস্থিতি এখন ঊর্ধ্বগামী। এ অবস্থায় ডেঙ্গু পরিস্থিতিও যদি অবনতি হয়, তা হলে আমাদের পক্ষে সামাল দেওয়া কঠিন হবে। রাজধানীসহ

সারাদেশে মশক নিয়ন্ত্রণে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা যদি নিজেদের জায়গা থেকে উজাড় করে না দেন, তা হলে পরিস্থিতির অবনতি ঘটতে থাকবে।’

ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে অনেক বেশি সচেতন হতে হবে উল্লেখ করে তিনি বলেন, ছাদে ফুলের টব, বাসার আশপাশের ড্রেনসহ সব কিছু পরিষ্কার রাখতে হবে। বাথরুমের কমোড, বালতিসহ কিছুতেই যেন পানি জমে না থাকে। বিশেষ করে তিন দিন বা তার বেশি সময়ের জন্য কোথাও চলে গেলে বাসায় কোনো পাত্রে পানি জমিয়ে রাখা যাবে না। আমরা জানি, এডিস মশা মূলত দিনের বেলায় হুল ফোটায়। তাই দিনের যে কোনো সময় ঘুমালেও মশারি টাঙাতে হবে। তার পরও যদি কারও জ্বর হয় তা হলে করোনার পাশাপাশি পরীক্ষা করতে হবে ডেঙ্গুও।

চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই রেজিস্টার্ড কোনো চিকিৎসকের পরামর্শে ওষুধ গ্রহণ করতে হবে। প্রয়োজনে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন বা স্বাস্থ্য বাতায়নে যোগাযোগ করে চিকিৎসা নিতে সবাইকে আহ্বান জানান ডা. নাজমুল।