গাজীপুরের শ্রীপুরে দোকানে ঢুকে ছিনতাইকালে বাধা দেওয়ায় ব্যবসায়ীকে গলা কেটে ও ছুরিকাঘাত করে হত্যা মামলা দায়েরের ২৭ ঘন্টার মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দিয়েছে পুলিশ। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মফিজ মল্লিক জানান, গাজীপুরে শ্রীপুর পৌরসভার মাস্টারবাড়ীর লিচু বাগান এলাকায় জাহাঙ্গীর সুপার মার্কেটে দোকান ভাড়া নিয়ে অনলাইনের বিকাশ ও মুদি ব্যবসা করতেন ময়মনসিংহের ভালুকা থানাধীন জামিরাপাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মোখলেসুর রহমান (৩২)। বুধবার লকডাউনের কারণে পার্শ্ববর্তী অন্য দোকানগুলো বন্ধ থাকলেও মোখলেস তার দোকানের একটি সাটার খুলে গোপনে ব্যবসা করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে রুবেল (৩০) ওই দোকানে আসে। এসময় সে গত তিনদিন যাবত না খেয়ে রয়েছে বলে ওই দোকানে প্রবেশ করে। দোকানে বসে কৌশলে দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নিতে থাকে। এতে বাধা দিলে রুবেল তার সঙ্গে থাকা ছুরি দিয়ে ব্যবসায়ী মোখলেসুর রহমানকে গলা কেটে ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ১ হাজার ১১৭টাকাসহ ৩টি মোবাইল লুট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী রক্তমাখা ছুরি এবং ছিনতাইকৃত মোবাইল ও টাকাসহ রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় রাতে নিহতের স্ত্রী সুরভী আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত রুবেল আদালতে স্বীকারোক্তি মূলক জবান বন্দি প্রদান করে। এ ঘটনায় মামলা দায়েরের ২৭ ঘন্টার মধ্যে অভিযুক্ত রুবেলের বিরুদ্ধে ছিনতাইকৃত তিনটি মুঠোফোন, নগদ ১ হাজার ১১৭ টাকা, হত্যাকান্ডে ব্যবহৃত চাকু, ১৬৪ ধারায় অভিযুক্তের জবানবন্দি রেকর্ডসহ আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। গ্রেফতারকৃত রুবেল (৩০) ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নৈকাটি লেবুবুলি এলাকার সামসুল হকের ছেলে।