করোনা টেস্টে সরকার নির্ধারিত মূল্যের বেশি নেওয়া, ভুয়া রিপোর্ট দেওয়াসহ নানা অনিয়ম এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানীর বনানীতে প্রাভা হেলথের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

সোমবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ফরিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। ফরিদ হোসেন বলেন, অনেকদিন থেকে প্রাভা হেলথের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আসছিল। আমরা সেসব অভিযোগকে আমলে নিয়ে তদন্ত করেছি। তদন্তে প্রমাণিত হওয়ার কারণে আজ বিকেল থেকে প্রাভা হেলথের সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

কী কী অভিযোগ, এর জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ফরিদ হোসেন বলেন, করোনা সম্পর্কিত সব টেস্টের সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত মূল্য নেওয়া, সঠিক রিপোর্ট না দেওয়াসহ নানা অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। তদন্তে সেসব অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় আজ বিকেলে প্রাভা হেলথের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।