বগুড়া জেলার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়াবটতলা বাজার হইতে মির্জাপুর ইউনিয়নের ব্রাকবটতলা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তাটির উপর দিয়ে তারাশ হইয়া মান্নান নগর এবং বামিহাল হয়ে সিংড়া পেরিয়ে নাটোর,রাজশাহী পর্যন্ত প্রায় লক্ষাধিক লোকজন চলাচল করে কিন্তু পরিতাপের বিষয় এই রাস্তাটি প্রায় ৬০ ফিট প্রশস্ত হইলেও রাস্তার উপর অবৈধ স্থাপনার আগ্রাসনে কোথাও কোথাও ১৫-২০ফিট অথচ এই রাস্তার পাশে একটি পাওয়ার প্লান্ট প্রতিষ্ঠিত হইলেও রাস্তাটি খানাখন্দকে ভরা যাহা যানবাহন ও লোকজন চলাচলের অনুপযোগী হয়ে পরেছে,এবং প্রতিদিন ঘটছে ছোট বড় দূরঘটনা।

অতএব, রাস্তাটি সংস্কার অতি জরুরী বলে মনে করেন সাধারন মানুষ। সাধারন মানুষের চলাচলের কথা চিন্তা করে রাস্তাটি সস্কার করতে সংবাদকর্মীদের মাধ্যমে কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষন করেছে তারা।

মাসুদ রানা বগুড়া