চলতি বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে আগস্ট মাসে। এই মাসের ২৮ দিনে ৬ হাজার ৯১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এটি এখন পর্যন্ত এই বছরের সর্বোচ্চ শনাক্ত। এ ছাড়া এখন পর্যন্ত রোগটিতে ৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে চলতি মাসে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় রোগটিতে শনাক্ত হয়েছে ২৬৫ জন। তাদের মধ্যে ২১৪ জনই ঢাকার আর ঢাকার বাইরে ৫১ জন। সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ১১১ রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৯৬৭ জন, আর বাকি ১৪৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ২৮ আগস্ট পর্যন্ত ৯ হাজার ৫৬৯ রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফেরেছেন ৮ হাজার ৪১৫ জন।