গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে এক গার্মেন্টস ফ্যাক্টরিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ রবিবার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন জানান, জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্ব চান্দরা এলাকায় ডালাস ফ্যাসন লিমিটেড নামের গার্মেন্টস ফ্যাক্টরিটি যথাযথভাবে ইটিপি পরিচালনা ছাড়াই ডায়িং এর পানি সরাসরি স্থানীয় মকস বিলে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করে আসছিল। রবিবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর নেতৃত্বে সেখানে পরিবেশ দূষণ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিবেশ দূষণের দায়ে ওই কারখানাকে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও যথাযথভাবে ইটিপি পরিচালনা ব্যতীত ফ্যাক্টরিটির ডায়িং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। অভিযানকালে কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুল হক সহ গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ,পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।