পাবনার ঈশ^রদীতে নির্মণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে লোহার এ্যাঙ্গেল ভেঙ্গে মাথায় পড়ে ২ শ্রমিক নিহত ও ২ জন আহত হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ২নং ব্লকের রিয়্যাক্টর বিল্ডিংয়ে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাশিয়ান ঠিকাদারী প্রতিষ্ঠান ‘টেষ্ট রোশেম’ এ কর্মরত মনিরুজ্জামান মনির (৩২) এবং মাধব চন্দ্র সরকার (৩৩)। গুরুতর আহত অবস্থায় দিনবন্ধু (৩৩) এবং সিফাত (২৬) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসাতালে পাঠানো হয়েছে। ঈশ^রদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ এবং হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: সাদিয়া হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।

প্রকল্পে কর্মরত প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ২নং ব্লকের রিয়্যাক্টর বিল্ডিং এর ভেতরে ওই শ্রমিকরা কাজ করছিল। এ সময় ক্রেন দিয়ে পানির জার রিয়্যাক্টর বিল্ডিংয়ের নীচে নামানোর সময় জারের ধাক্কায় এ্যঙ্গেল ভেঙ্গে নীচে কর্মরত ওই শ্রমিকদের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলে ১ জন এবং হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মারা যান। আহত অপর ২ জনকে আশংকাজনক অবস্থায় রাজশাহীতে পাঠানো হয়েছে। নিহত মনিরের বাড়ি ঈশ^রদী রূপপুরে ফুটু মার্কেটের পাশে এবং মাধবের বাড়ি শাহজাদপুর এলাকায় বলে জানা গেছে।