জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা সারাদেশে একযোগে আগামী ২ অক্টোবর (শনিবার)থেকে শুরু হচ্ছে। প্রতিদিন (শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতীত) বেলা ১টা ৩০ মিনিট থেকে এ পরীক্ষা শুরু হবে। চলবে ৯ নবেম্বর পর্যন্ত। সারাদেশে মোট ১ হাজার ৮৫৯ টি কলেজের ৭০২টি কেন্দ্রে ১ লাখ ৯৮ হাজার ৯৫৫ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে। ইতোমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ সকলের সহযোগিতা কামনা করছে। জাতীয় বিশ^বিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম বৃহষ্পতিবার এ তথ্য জানিয়েছেন।