মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউপি ধর্মপুর এলাকায় ধলাই নদী (১ম খন্ড থেকে) থেকে অপিরকল্পিতভাবে বালু তোলার অভিযোগে এক ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। এ সময় বালু উত্তোলনের পাইপ ও একটি ড্রেজার মেশিন ভেঙে দেওয়া হয়। তবে ইজারাদারের দাবি সকল আইন মেনে তারা বালু উত্তোলন করছিলেন। আগে থেকে কোনো কিছু না জানিয়ে এমন অভিযানে তাদের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।জানা যায়, এক কোটি টাকা মূল্য পরিশোধ করে ধলাই নদীতে এ বছর ইজারা এনেছেন ইজারাদার মো. আনোয়ার হোসেন। দীর্ঘদিন থেকে ধলাই নদীর ওপর নির্মিত স্টিলের সেতুর জায়গায় ইজারার অন্তর্ভুক্ত থাকায় ইজারাদার সেতুর চার থেকে পাঁচশত মিটার দূর থেকে আইন মেনে বালু উত্তোলন করছিলেন।বালু ইজারার অংশীদার মো. শামসুদ মিয়া বলেন, ‘এসিল্যান্ড ম্যাডাম আমাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেছেন। আমাদের মেশিন ও পাইপ ভেঙ্গে দিয়েছেন। আমরা বৈধভাবে বালু উত্তোলন করছি।’বালু ইজারাদার মো. আনোয়ার হোসেন বলেন, ‘প্রায় এক কোটি টাকা দিয়ে ইজারা এনেছি। সরকার চাইলেতো সেতুর অংশ বাদ দিয়ে আমাদেরকে ইজারা দিতে পারতেন। আমারা সকল আইন মেনে বালু উত্তোলন করছি। আমাদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এমনিতেই বৃষ্টির অভাবে নদীতে বালু নেই। আমরা বৈধভাবে বালু উত্তোলন করছি। জরিমানা, মেশিন ও পাইপ না ভেঙ্গে আমাদের বললেই চলতো। আমরা নিজ ইচ্ছায় সেখান থেকে সরিয়ে নিতাম।’উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া আক্তার বলেন, ‘সেতুর এক কিলোমিটারের ভেতর থেকে অপরিকল্পিত বালু উত্তোলন করা এ জরিমানা করা হয়েছে। অবৈধ বালু খেকোদের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান।

তিমির বনিক,মৌলভীবাজার জেলা প্রতিনিধি