গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি এক হাজতী সোমবার মারা গেছেন। তার নাম- ফোরকান সিকদার (৫০)। তিনি পটুয়াখালীর গলাচিপা থানার কালাইঘোসর এলাকার মৃত বাছের আলীর ছেলে। ওই কারাগারের জেলার রীতেশ চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাগারের ওই কর্মকর্তা জানান, গত বছরের (২০২০ সাল) ৪ মার্চ থেকে এ কারাগারে বন্দি ছিলেন ফোরকান সিকদার। তিনি টিবি (যক্ষ্মা) ও ক্রনিক ব্রঙ্কিয়াল এজমা রোগী ছিলেন। গত ২৭ সেপ্টেম্বর থেকে তিনি কারা হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার ভোরে অবস্থার অবনতি হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ৫টা ৫০ মিনিটের দিকে ফেরকানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ঢাকা রেলওয়ে থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি ধারার একটি মামলায় ২০১৯ সালের ৩১অক্টোবর তিনি গ্রেফতার হন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।