মাদারীপুরে র‌্যাব-৮ এর ক্যাম্পের সিপিসি-৩ একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে ১৪ অক্টোবর ভোর ৪ টার সময় ৩জন মাদক ব্যাবসায়ীকে আটক করে ৩৯ কেজি গাঁজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১টি সাদা নোহা, ৪ টি মোবাইল, ৭টি সীমকার্ডসহ মাদক ক্রয়- বিক্রয়কৃত ৫,৫০০/- টাকাসহ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর ) সকাল সাড়ে ১০টায় মাদারীপুর র‌্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম সংবাদ সম্মেলনে যানায়,পূর্বের গোয়েন্দার মাধ্যমে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে শেখ হাসিনা মহাসড়কের আসমত আলী খান সেতুর টোল প্লাজার পূর্বপার্শ্ব হতে ঢাকা মেট্রো-চ-৫৩-৯৩৫১ নম্বরের একটি সাদা নোহা তল্লাশী করে মোঃ আল আমিন(৩২),কাজী আরিফ(২৩), মোঃ শরিফুল ইসলামসহ মোট ৩জনকে মাদকদ্রব্য গাঁজাসহ হাতে নাতে আটক করেন। এসময় আটককৃত আসামীদের নিকট হতে ৩৯ কেজি গাঁজা যার মুল্য অনুমান (১১,৭০,০০০/-) টাকা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি সাদা নোহা, ৪ টি মোবাইল, ৭টি সীমকার্ডসহ মাদক ক্রয়- বিক্রয়কৃত ৫,৫০০/- টাকা উদ্ধার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কুমিল্লাা জেলার বাসিন্দ, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা-চাঁদপুর ঘাট ব্যবহার করে গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক পরিবহণ করে আসছিল। উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

সাবরীন জেরীন,মাদারীপুর।