চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝ পথে এসে দারুণ সুখবর পেলেন সাকিব আল হাসান। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে নিজের জায়গা হারানোর পর ফের আবারও ফিরে পেয়েছেন তিনি। আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীকে পেছেনে ফেলে এক নম্বরে ফিরেছেন সাকিব। আজ বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আইসিসি।

চলমান বিশ্বকাপে ব্যাটে বলে দুর্দান্ত সাকিব। চার ম্যাচে ১১ উইকেট শিকারের পাশাপাশি রান তুলেছেন ১১৮ রান তুলেছেন তিনি। ২৯৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছেন তিনি। সবশেষ সেপ্টেম্বর মাসেও এই ফরম্যাটে শীর্ষস্থানে ছিলেন সাকিব।

সাকিবের চেয়ে ২০ পয়েন্ট কম নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে আছেন আফগান তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী। তার রেটিং পয়েন্ট এখন ২৭৫। বোলার র‍্যাংকিংয়েও উন্নতি করেছেন সাকিব। ৯ নম্বরে থেকে বিশ্বকাপ শুরুর পর আরও একধাপ এগিয়েছেন তিনি। এখন তার রেটিং পয়েন্ট ৬৩২। সেরা দশে আছেন শেখ মেহেদী হাসানও। ৬২১ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে তিনি।