ত্রিপুরায় মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনাকে গুজব বলে প্রচার করছে পুলিশ। ২৬ অক্টোবর পানিসাগর মহকুমায় কোন মসজিদে আগুন দেয়ার ঘটনা ঘটেনি বলে কিছু পত্রিকায়ও খবর বের হয়েছে। তবে দেশটির নির্ভরযোগ্য কিছু গণমাধ্যম বলছে ঐদিন বিশ্ব হিন্দু পরিষদের মিছিল শেষে মসজিদে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া রোয়া বাজারে মুসলমানদের মুদি দোকান, রেশন দোকান এবং একটি গোডাউনে অগ্নিসংযোগ হয়েছে।

প্রাপ্ত তথ্য মতে, ১৮টির উপর অপ্রীতিকর ঘটনা ত্রিপুরার ৫ জেলায় সংগঠিত হয়েছে। এর মধ্যে মসজিদে অগ্নিকাণ্ড-৩টি, মসজিদে হামলা-১১টি, দোকান-পাটে অগ্নিকাণ্ড-৩টি, বাড়ী-ঘরে হামলা, ৪টি। ত্রিপুরার কংগ্রেস দল উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আগরতলা শহরে কর্মসূচি পালন করেছে এই ঘটনার জন্য তারা বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরাংগী দল এবং ত্রিপুরা বিজেপিকে দায়ী করেছে।