গাজীপুরের জয়দেবপুর জংশনে যাত্রী দুর্ভোগ দূরীকরণে আন্ত:নগর ট্রেনে স্ট্যান্ডিং এবং মাসিক টিকিটের দাবিতে মানববন্ধন করেছে গাজীপুর-ঢাকা ট্রেন প্যাসেঞ্জার ফোরাম। রবিবার সকালে, দুপুরে এবং বিকেলে একই দাবিতে জয়দেবপুর জংশনের প্লাটফর্মে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্যাসেঞ্জার ফোরামের নেতৃবৃন্দসহ কয়েকশ যাত্রী অংশ নেন।

সকাল ৭টা থেকে আধাঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর-ঢাকা ট্রেন প্যাসেঞ্জার ফোরামের সভাপতি ফান্তাহিল আলীম তামিম, সাধারণ সম্পাদক সাকিদুল ইসলাম পলাশ, প্রচার সম্পাদক ফয়সালসহ যাতায়তকারী কয়েকজন যাত্রী। মানববন্ধনে বক্তারা বলেন, চাকুরীজীবি, ব্যাবসায়িসহ নানা শ্রেণী পেশার শত শত যাত্রী প্রতিদিন জয়দেবপুর জংশন থেকে ঢাকায় যাতায়ত করেন। টিকিটের অভাবে তারা প্রতিনিয়ত হয়রানীর শিকার হচ্ছেন। জয়দেবপুর জংশন হতে কমলাপুর রেলস্টেশনগামী যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে তারা সকল আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকিট এবং মাসিক টিকিট দেয়ার দাবি জানান।