নীলফামারীর ডিমলায় স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সাথে জলবায়ুর প্রভাব বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।রবিবার(১৯ ডিসেম্বর)দুপুরে উপজেলা হলরুমে বিএমজেড ও নেটজ বাংলাদেশের অর্থায়নে এবং পল্লীশ্রী রিপ প্রকল্পের আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।
সহকারী কমিশনার(ভূমি)ইবনুল আবেদীনের সভাপতিত্বে ও রিপ প্রকল্পের উপজেলা ইউনিট ম্যানেজার বেগম নূর নাহারের সঞ্চালনায় এতে বক্তব্য দেন,উপজেলা পরিষদের নারী ভাইস-চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা,গয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামসুল হক,খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন,উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক আয়েশা বেগম,বালাপাড়া ইউনিয়নের নারী নেত্রী কল্যানী রানী রায়,গয়াবাড়ি ইউনিয়নের নারী নেত্রী গীতা রানী রায়,নাউতারা ইউনিয়নের ভলান্টিয়ার চন্দন রায় প্রমুখ।
এছাড়াও সংলাপে শিক্ষক, বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি,সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি,জনপ্রতিনিধি গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি।।