নিরাপদ সবজি উৎপাদন বিষয়ে দু’দিন ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) শুরু হয়েছে। রবিবার বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) গাজীপুরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এ প্রশিক্ষক প্রশিক্ষণে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিসেফ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. মো. জয়নুল আবেদিন। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. অপূর্ব কান্তি চৌধুরী, ডিএই’র সরেজমিন উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ মো. রফিকুল আমিন, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক বশির আহমেদ সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএই’র সম্প্রসারণ কৃষি কর্মকর্তা ও প্রকল্পের ফোকাল পয়েন্ট কর্মকর্তা আব্দুল কাইয়ুম মজুমদার।

বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচার (বাগ) এর উদ্যোগে এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর অর্থায়নে ‘ক্যাপাসিটি বিল্ডিং অব সাম ফিল্ড লেবেল এক্সটেনশন ওয়ার্কার্স অব ডিএই, ডিওএফ, ডিএলএস এন্ড প্রগ্রেসিভ ফার্মার্স অব বাংলাদেশ’ (ঈধঢ়ধপরঃু ইঁরষফরহম ড়ভ ঝড়সব ঋরবষফ খবাবষ ঊীঃবহংরড়হ ডড়ৎশবৎং ড়ভ উঅঊ, উড়ঋ, উখঝ ধহফ চৎড়মৎবংংরাব ঋধৎসবৎং ড়ভ ইধহমষধফবংয) শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত দুই দিন ব্যাপী (১৭-১৮ জানুয়ারি)-এ প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, নিরাপদ খাদ্য সকলের কাছে পৌঁছে দেয়া বর্তমান সরকারের অন্যতম চ্যালেঞ্জ। বারি’র বিজ্ঞানীরা এই চ্যালেঞ্জ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষে বারি’র বিজ্ঞানীরা অনেক প্রযুক্তি উদ্ভাবন করেছেন। আমাদের উদ্ভাবিত প্রযুক্তিসমূহ সাধারণত কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের মাধ্যমেই কৃষকের কাছে পৌঁছে থাকে। আমাদের উদ্ভাবিত অনেক প্রযুক্তি আছে যা এখনো কৃষকের কাছে পৌঁছায়নি। আমি আশা করি, এই প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে বারি উদ্ভাবিত প্রযুক্তি সমূহ কৃষকের কাছে পৌছে যাবে।

বারি’র উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সবজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আবু তাহের মাসুদ প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন এবং কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মনিরুল ইসলাম, কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মৃত্তিকা ও পানি ব্যবস্থাপনা শাখার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহা. আতাউর রহমান, পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হাফিজুল হক খান উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করবেন।