বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) শিক্ষক সমিতির ২০২২ নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম পূর্ণ প্যানেল জয়লাভ করেছে। নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা. সরকার মোঃ নোমান এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুস সাত্তার জয় লাভ করেন। বিশ^বিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের সেমিনার হলে বুধবার দিনব্যাপী স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে রোটেশন করে ভোট প্রদানের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজয়ী অন্যরা হলেন ঃ সহ-সভাপতি পদে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ আসমা আক্তার শেলী, যুগ্ম-সম্পাদক রুবাইয়া রহমান, সাংস্কৃতিক সম্পাদক নুর মোহাম্মদ, কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে অধ্যাপক সুফিয়া বেগম, অধ্যাপক ড. মোঃ ফরিদ হোসেন, অধ্যাপক ড. সোয়াইব আহমেদ, অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, ড. মো. ইকবাল হুসাইন, ড. মো. শহীদুর রহমান, কামরুজ্জামান, শ্রী আশিক বিশ^াস ও আরিফুল ইসলাম।