মোংলায় বাংলালিংক অফিস থেকে একটি তক্ষক উদ্ধার। মঙ্গলবার ১২ এপ্রিল সকালে মোংলা পৌর এলাকার ১ নং পাকা জেটি সংলগ্ন বাংলালিংক অফিস থেকে একটি তক্ষক উদ্ধার করেন, বাংলালিংক অফিস মোংলা শাখার ম্যানেজার শেখ ফজলুল রশিদ।

সকালে জানালার পাশে তক্ষক টি দেখতে পেয়ে তিনি একটি নেটের মাধ্যমে আটকে ফেলেন পরে ৯৯৯ নাম্বারে কল করে বিস্তারিত জানিয়ে দেন। তিনি আরও বলেন আমি জানি এই প্রাণী নিয়ে অনেক গুজব ছড়ানো হয়, তাই আমি সাথে সাথে ৯৯৯ নাম্বারে কল করে সহযোগিতা চাই।

তক্ষক’টি উদ্ধার কাজে বণ্য প্রাণী পরিদর্শক আবদুল্লাহ আস সাদিক এর নির্দেশে বণ্য প্রাণী ফরেনসিক বিভাগের প্রশিক্ষণ প্রাপ্ত ভলেন্টিয়ার সাংবাদিক শেখ রাসেল এগিয়ে আসেন।

তক্ষক’টি উদ্ধার করে মোংলা বনবিভাগের প্রধান আজাদ কবির এর প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। পরবর্তী সময়ে সুন্দরবনে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন।

বাগেরহাট থেকে রুহুল আমিন বাবু