জাতীয় সংসদে আগামী ৯ জুন নতুন অর্থবছর ২০২২-২৩ এর বাজেট উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২০ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্তে কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বৈষম্য কমানো ও দারিদ্র্য নিরসনের প্রতি গুরুত্ব দিয়ে আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রণয়ন করা হচ্ছে। আয়কর সীমা ৩ লাখ থেকে বাড়ানো হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিস্তারিত এখনও ঠিক হয়নি। তবে জনগণের জীবনে স্বাচ্ছন্দ্য আনতে অবশ্যই উদ্যোগ নেওয়া হবে।

নতুন বাজেট কেমন হবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এ বছরের বাজেট অন্যান্য বছরের মত না। এবার আরও স্বচ্ছ উপায়ে বাজেট প্রণয়ন করা হচ্ছে।