নীলফামারীর ডিমলায় আসন্ন ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমিসহ গৃহ পেলেন ৩২৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।মঙ্গলবার(২৬ এপ্রিল)সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিমলা উপজেলা পরিষদ হলরুমে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৩য় পর্যায়ের ৩২৩ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ প্রদানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উদ্বোধনী অনুষ্ঠানে ডিমলা হলরুমে উপস্থিত ছিলেন,নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইব্রাহিম খান,নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন,ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন,সহকারী কমিশনার(ভূমি)ইবনুল আবেদিন,উপজেল ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান মানিক,ডিমলা সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম সরকার,খগাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন,টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান ময়নুল হক,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু,উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক ফেরদৌস পারভেজ,প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,গণমাধ্যমকর্মী ও সুবিধাভোগীরা।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে,৩২৩টি গৃহের মধ্যে ডিমলা উপজেলার সদর ইউনিয়নে ১৪৮টি,ঝুনাগাছ চাপানী ইউনিয়নে ১০০টি,খগাখড়িবাড়ী ইউনিয়নে ৭৫টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ এসব গৃহ প্রদান করা হয়।প্রতিটি গৃহের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা।

সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি।।