উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের রংপুর ডোমেইনের অধীন গাইবান্ধা ও পলাশবাড়ী জোন কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে টিএমএসএস সদস্যদের মধ্যে বঙ্গবন্ধু কৃষিপদক প্রদান,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান গত ২৭ এপ্রিল গাইবান্ধা জোনাল কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। টিএমএসএসের গাইবান্ধা জোনাল ম্যানেজার মোঃদেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পদক প্রদান করেন গাইবান্ধার এডিসি মোঃ সাদেকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএসের অপারেশন ৪ রংপুর ডোমেইন প্রধান যুগ্ম পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বাড়ীর চারপাশে কৃষি আবাদ, ফলমূল চাষ, শাক সবজি আবাদ সহ পরিস্কার পরিছন্নতার জন্য টিএমএসএম সারাদেশ ব্যাপী ১০০ জন সদস্যকে মুজিববর্ষ কৃষিপদক প্রদান করছে। এরই ধারাবাহিকতায় গত ২৭ এপ্রিল টিএমএসএস এর রংপুর ডোমেইনের অধীন গাইবান্ধা ও পলাশবাড়ী জোনের ১১জন সদস্যকে এ পদক প্রদান করা হয়েছে। প্রধান অথিতি এডিসি মোঃ সাদেকুর রহমান এমন কাজের স্বকৃতির জন্য পদক প্রদানকারী প্রতিষ্ঠান টিএমএসএস কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের কে ধন্যবাদ জানান। তিনি উপস্থিত সবাইকে তাদের পেশাগত কাজের পাশাপাশি কৃষি কাজে আত্ব নিয়োগ করার পরামর্শ দেন। পদক প্রাপ্ত সদস্যরা তাদের এমন কাজের স্বীকৃতি প্রদানের জন্য কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে টিএমএসএসের পলাশবাড়ী জোনাল ম্যানেজার মোঃ মাসুদুর রহমান ও গাইবান্ধা ২ শাখার ম্যানেজার মোঃ মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ, টিএমএসএসের সদস্য বৃন্দ, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উত্তরাঞ্চল প্রতিনিধি আব্দুল খালেক খান ।।