রাশিয়ার সীমান্তের কাছে পারমাণবিক বাহিনী কিংবা কোনো অবকাঠামো তৈরি করলে মস্কো পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবে। রাশিয়ার একজন মন্ত্রী এই মন্তব্য করেছেন।

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুসকো বলেন, পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে জবাব দেওয়া প্রয়োজন হবে।

রাশিয়ার এই মন্ত্রী বলেন, ফিনল্যান্ড-সুইডেনের প্রতি মস্কোর কোনো ধরনের শত্রুতামূলক উদ্দেশ্য নেই। সুতরাং তাদের ন্যাটো জোটে যোগদানের বাস্তব কারণ নেই।
প্রসঙ্গত, রাশিয়ার প্রতিবেশী দেশ ফিনল্যান্ড এবং সুইডেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগদানের আগ্রহ দেখিয়েছে। ন্যাটো এই উদ্যোগকে স্বাগত জানালেও রাশিয়া কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে। সূত্র: আল জাজিরা