চট্টগ্রাম থেকে
চট্টগ্রামের মাঠে টেষ্ট ম্যাচে সাধারণ দর্শক দেখা যায় না। এবারও ব্যতিক্রম হলো না। বাংলাদেশ-শ্রীলংঙ্কা প্রথম টেষ্ট ম্যাচের প্রথম দিনে দর্শক ছাড়াই ম্যাচে মাঠে গড়িয়েছে।

সাগরিকার গ্যালারি গুলো ফাঁকাই ছিল। পূর্ব আর পশ্চিম দিকের গ্যালারিতে ভাল করে চোঁখ বুলিয়ে দেখা মিলল শ’খানেক মানুষের। তবে এই শ’খানেক মানুষেরর সকলেই দর্শক নন। কারণ অর্ধেকই ছিল নিরাপত্তা বাহিনীর সদস্য।

তবে আয়োজক বিসিবি যদি টিকিট ফ্রি করে দিত তাহলে হয় তো কিছু দর্শক মাঠে টানা যেত। কারণ সাগরিকা স্টেডিয়ামটি চট্টগ্রাম শহরের একেবারেই শেষ প্রান্তে অবস্থিত। মুল শহর থেকে একজন দর্শক আসা-যাওয়া আর টিকিট খরচ দিয়ে পুরো দিনে খাবারের ব্যয় বহর করে ধীর লয়ের টেষ্ট ম্যাচ দেখতে আগ্রহী নয়। এটা জানা আছে বিসিবির।

টিকিট ফ্রি হলে হয়তো কিছু ক্রিকেট পাগল দর্শক মাঠে দেখা যেত।