বাংলাদেশ রাগবি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ফ্লেইম বয়েজ ক্লাবের পৃষ্ঠপোষকতায় আজ ১৬ মে সোমবার পল্টন আউটার স্টেডিয়ামে প্রতিযোগিতাটির নক-আউট গ্রুপ ভিত্তিক, শীর্ষ দুই দল নিয়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে চ্যা¤িপয়ন ও রানার-আপ ট্রফি বিতরন করেন ওয়ার্ল্ড রাগবির ট্রেইনার ইউ লিও চুয়ান (হংকং) ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ন-সাধারন স¤পাদক সাঈদ আহমেদ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর সিইও প্রতিযোগিতা স¤পাদক নাজমুস সাকিব এবং অংশগ্রহনকারী দলের খেলোয়াড়গন। দুপুর ১২টায়ফাইনাল খেলায় ফ্লেইম বয়েজ ক্লাব ৩১-৫ পয়েন্টে ভিক্টোরিয়া ¯েপার্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনা করেন নাজমুস সাকিব, এস.এম.এ শামীম, মোঃ ফাহিম সরকার, আজমিরা আক্তার।

খেলার ফলাফল : সকাল ৯টায় ফ্লেইম বয়েজ ক্লাব ৪৭-০০ পয়েন্টে কুমিল্লা রাগবি ক্লাব দলকে পরাজিত করে।
সকাল সাড়ে ১০টায় ভিক্টোরিয়া ¯েপার্টিং ক্লাব ০৫-০০ পয়েন্টে বাংলাদেশ এমেচার রাগবি ক্লাব দলকে পরাজিত করে।

উক্ত ফিফটিন সাইড রাগবি প্রতিযোগিতায় অন্য যে ৪টি দল অংশগ্রহণ কছে দল গুলোর নাম হল ঃ- ফ্লেইম বয়েজ ক্লাব, কুমিল্লা রাগবি ক্লাব, ভিক্টোরিয়া ¯েপার্টিং ক্লাব ও বাংলাদেশ এমেচার রাগবি ক্লাব।