চট্টগ্রাম সাগরিকা থেকে
মেহেদি হাসান মিরাজের ইনজুরিতে এক বছর পর টেষ্ট ক্রিকেটে ফিরে চমকে দিলেন স্পিনার নাইম হাসান। চট্টগ্রামের ছেলে নাইম চলতি টেষ্ট সিরিজে অতিথি শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল দিনের প্রথম উইকেট শিকার করে উদ্বোধন করেন। দ্বিতীয় উইকেটটাও নাইম তুলে নেন। এরপর সাকিব আর তাইজুল ১টি করে নেন। ২৫৮/৪, এ অবস্থায় লঙ্কানরা প্রথমম দিন শেষ করে হোটেলে যায়। আর আজ সকাল থেকে লাঞ্চের আগ অবদি ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লঙ্কার ম্যাথিউস আর চান্দিমাল জুটি।

১৩২ রানের জুটি গড়ে ফেলে ম্যাথিউস আর চান্দিমাল জুটি। আটকানোর কোন পথই খুজে পাচ্ছিল না সাকিব, তাইজুল আর নাইমের স্পিন বিভাগ। এরই মধ্যে ম্যাথিউস দেড় শত রানের কোটা স্পর্শ করেছেন আর চান্দিমাল ২১তম টেষ্ট ফিফটি। তাহলে কি আগের দিন মেন্ডিস যা বলে গেছেন তাই সত্য হতে চলেছে, ৫০০ রানের স্কোর গড়বে!

না, তা হতে দিলেন না সেই নাইম হাসান। ১৩২ রান করা ৫ম জুটির চান্দিমাল (৬৬) কে এলবি’র ফাঁদে ফেলে দলকে লম্বা একটা হাসি উপহার দিলেন নাইম। এখানেই শেষ নয়, ইনিংসের ১১৩ ওভাওে চান্দিমালকে ফেরানো নাইম ঐ ওভারের ৫ম বলে নতুন ব্যাটসম্যান ডিকওয়ালাকে (৩) সরাসরি বোল্ড করলেন, স্কোর ৩২৩/৬।
নতুন ব্যাটসম্যান রমেশ মেন্ডিস ১ রানে তখন ১৪৭ রানে ম্যাথিউস, ৩২৭/৬, লঙ্কানরা লাঞ্চে যায়।