বাগেরহাটে শিশু পাচার ও শিশুর প্রতি যৌন শোষন প্রতিরোধ ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের সম্মেলন কক্ষে ইনসিডিল বাংলাদেশ ও উদয়ন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় উদয়ন বাংলাদেশের সাধারন সম্পাদক সাংবাদিক ইসরাত জাহানের সভাপতিত্বে ও সমন্বয়কারি ফাতিমা আফরোজ রুমকির সঞ্চলনায় অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ মো: আসাদুর রহমান, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা শামিমআহসান, জেলা প্রভিশন কর্মকর্তা সোহেল পারভেজ। উক্ত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনসিডিল বাংলাদেশ প্রোগ্রাম কর্মকর্তা রফিকুল আলম। সেবা কাঠামো বিষয়ে জিও, এনজিও, লোকাল কমিটি সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে জেলাপর্যায়ে অনুষ্ঠিত কর্মশালায় শুভেচ্ছা বক্তৃতা করেন এ্যাডভোকেট লুনা মিদ্দিকী, আশার আলোর নির্বাহী পরিচালক কাকলী সরকার, জাতীয় সংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন, পূর্ণীমা মহিলা সংস্থার সভানেত্রী নাজমা আক্তার প্রমূখ।

বাগেরহাট প্রতিনিধি