বাগেরহাটে নারী উদ্যোক্তাদের ঋন বিতারন বিষায়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ ব্যাংকের তত্তাবধানে বাগেরহাট জেলার ১৭টি সরকারি বেসরকারি ব্যাংকের সমন্বয়ে নতুন নারী উদ্যোক্তা তৈরি করতে এই কর্মশালা অনুষ্ঠিত হয় । বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে বুধবার দিন ব্যাপী এই কর্মশালায় অর্ধশতাধিক নারী উদ্যোক্তা ও ৭৩ জন ব্যাংক কর্মকর্তা অংশ গ্রহন করেন। নারীদেরকে স্বাবলম্বী ও শিল্প উদ্যোক্তা তৈরিতে শহজ শর্তে বাংলাদেশ ব্যাংকের ঋন প্রদানের বিষয়টি এখানে তুলে ধরা হয় ।

রুপালী ব্যাংকের খুলনা বিভাগীয় প্রধান কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা বিভাগের নির্বাহী পরিচালক এসএম হাসান রাজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের খুলনা বিভাগের উপ-মহাব্যাবস্থাপক শেখ শাহারিয়ার রহমান, বাংলাদেশ উইমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির জেলা প্রধান ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট সোনালী ব্যাংক (প্রিন্সিপাল অফিস) ডিজিএম ইনচার্জ মোঃ আল মামুন, এরিয়া অফিস জনতা ব্যাংকের উপ মহা ব্যবস্থাপক মোঃ মফিজুল ইসলাম, রুপালী ব্যাংক লিঃ বাগেরহাটের উপ-মহা ব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংক বাগেরহাট এর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এ এস এ এম কাইয়ুম প্রমূখ। কর্মশালায় অংশ নেয়া নারী উদ্যোক্তারা ঋন পেতে বিড়ম্বনার পাশাপাশি নানা সম্ভবনার কথা তুলে ধরেন ।

বাগেরহাট প্রতিনিধি