নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ১নং চরজবাবর ইউনিয়নের ইমান আলী বাজার এলাকায় নদী ভাঙ্গন কবলিত গ্রামের নদী পাড় পরিদর্শন করেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এমপি।
মঙ্গলবার দুপুরের দিকে তিনি ওই ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।
এলাকাবাসী জানান, মেঘনা নদীর শাখা নদী ভুলুয়ার ভাঙ্গনে ঘরবাড়ি, মসজিদ ও কবরস্থান বিলীন হয়ে গেছে, মুল সড়কটি ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে নদীপাড়ের সড়কের কিছু অংশও বিলীন হয়ে গেছে নদীগর্ভে।

স্থানীয় চেয়ারম্যান এ্যাডভোকেট ওমর ফারুক জানান, ঈমান আলী বাজার কাঞ্চন বাজার সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। স্কুল কলেজসহ পথচারীরাও ঝুঁকি নিয়ে ওই রাস্তা দিয়ে চলাচল করছেন । সম্প্রতি ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে। ভূলুয়া নদীর ভাঙ্গনের কারণে আতংকে রয়েছেন ঈমান আলী বাজার এলাকার বাসিন্দারা।
জানা যায়, নদী ভাঙ্গনের দৃশ্য দেখে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী তাৎক্ষণিক মুঠোফোনে কথা বলেন পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর প্রধান প্রকৌশলী সাথে। ওই ভাঙ্গন এলাকায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তাকে নির্দেশ দেন এমপি একরামুল করিম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান সালমা সুলতানা চৌধুরী ,উপজেলার ১নম্বর চরজব্বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট ওমর ফারুক, ২নম্বর চরবাটা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব, ৫নম্বর চর জু্বলিী ইউপি চেয়ারম্যান সাইফুল্যাহ খসরু, চরজব্বার ইউপি আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম মানিক, সাবেক সাধারণ সম্পাদক বশির আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন- সাধারন সম্পাদক মিজ্নুর রহমান দিপক সাংবাদিক প্রমুখ।
এর আগে সকালে চরজব্বার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের উদ্ধার করা সাবেক ক্যাসিনো হাউজ খ্যাত ক্লাবটিতে জুয়ার আড্ডা বন্ধ করে সেখানে সুবর্ণচর চরজব্বার ইউনিয়ন স্পোটিং ক্লাব স্থাপন করেন এবং উদ্বোধন করেন এমপি একরামুল করিম চৌধুরী । সেটি ওই ইউনিয়নের ছাত্র ছাত্রীদের খেলাধূলার জন্য উন্মোক্ত করে দেন।

মোহাম্মদ ছানা উল্যাহ
নোয়াখালী প্রতিনিধি