অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা,ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ভারত আর পাকিস্তানের মতো প্রতিষ্ঠিত ক্রিকেট শক্তি গুলোকে পেছনে ফেলেছেন বাংলাদেশের অভিজ্ঞ সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম।

২০২২ সালে মে মাস অবদি আইসিসির পর্যালোচনা অনুযায়ী মুশফিকুর রহিম টেষ্টে ক্রিকেটে এ্যাারেজে বিশ্ব সেরা ব্যাটসম্যান।

চট্টগ্রাম ও মিরপুরে টানা দুই টেষ্টে সেঞ্চুরি হাঁকানো মুশি এ বছর মে মাস অবদি ২০টি টেষ্টে আইসিসির হিসেবে সেরা এ্যাভারেজ ব্যাটসম্যান।

আইসিসির ঘোষণার সেরা ১০ ব্যাটসম্যানের মধ্যে মুশি এ্যাভারেজ ২১ ইনিংসে ৩ সেঞ্চুরিতে ১০০২ রান, এ্যাভারেজ ৫৮.৯৪। এরপরই আছেন লঙ্কার ম্যাথিউস এ্যাভারেজ ২১ ইনিংসে ৩ সেঞ্চুরিতে ৯৮৫ রান, এ্যাভারেজ ৫৪.৭২। আর তৃতীয় হলেন আরেক লঙ্কান দিমুথ করুনারত্নে, ২৬ ইনিংসে ৫ সেঞ্চুরিতে ১৩৪০, এ্যাভারেজ ৫৩.৬০।

উল্লেখ, মুশফিক ৮২ টেষ্টে ৯ সেঞ্চুরি, ২৫ ফিফটিতে ৫২৩৫ রান সংগ্রহ করেছেন।