বিজেপির দুই বহিষ্কৃত মুখপাত্রের ইসলাম বিরোধী মন্তব্য নিয়ে ভারতে প্রতিবাদ চলছে। এই ইস্যুতে দিল্লির তীব্র সমালোচনা করেছে পশ্চিম এশিয়ার কিছু মুসলিম রাষ্ট্র। তবে সে পথে পা দিতে চায় না প্রতিবেশী বাংলাদেশ। এমনটাই লিখেছে কলকাতার জনপ্রিয় অনলাইন পত্রিকা বর্তমান।

কলকাতার এই জনপ্রিয় অনলাইনে প্রচারিত হয়েছে, ইসলাম বিরোধী মন্তব্যের নিন্দা করলেও বিষয়টি ভারতের অভ্যন্তরীণ ইস্যু বলে জানিয়ে দিলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ।

বর্তমানে বলা হয়েছে, বিজেপির সাসেপেন্ড হওয়া দুই মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ নিয়েছে মোদি সরকার, তাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এদিন ঢাকায় ভারতীয় সাংবাদিকদের হাসান মাহমুদ বলেন, ‘যে মন্তব্য করা হয়েছে, তা নিন্দাজনক। তবে অভিযুক্তদের বিরুদ্ধে ভারত সরকার যে আইনি পদক্ষেপ করেছে, তাকে স্বাগত জানাচ্ছি আমরা।’

তাঁর কথায়, ‘বিষয়টি ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে পড়ে না। এটি সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয়। আমাদের নয়।