বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধন হবে ২৫ জুন। এর আগে গতকাল বুধবার সেতুর নির্মাণকাজ বুঝিয়ে দেওয়া হয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে (বিবিএ)। গতকাল ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপের শতভাগ কাজ সম্পন্নের সার্টিফিকেটে (টেকিংওভার সার্টিফিকেট) সই করা হয়েছে। সেই অর্থে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়ে গেছে। সেতুর অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স কাজের স্বার্থে প্রকল্প কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সেতু কর্তৃপক্ষকে এটি বুঝিয়ে দেয়। ছোটখাটো কিছু কাজ বাকি থাকলেও তা পরে করা সম্ভব।

আগামী ২৬ জুন সকাল ৬টা থেকে এ সেতুতে সাধারণ গাড়ি চলাচল শুরু হবে। এর আগে আনুষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে আজ সেতুটি বুঝে নেবে সেতু কর্তৃপক্ষ। এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের সুধী সমাবেশে প্রায় সাড়ে তিন হাজার অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছে সেতু বিভাগ। গতকাল পর্যন্ত ৩ হাজার ২৯৬-এর বেশি কার্ড বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।