বহুল প্রতিক্ষিত পদ্মা সেতু উদ্ধোধন অনুষ্ঠান দেখার সুযোগ পাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বড় পর্দায় সরাসরি দেখানো হবে উদ্ধোধন অনুষ্ঠান। বৃহস্পতিবার(২৩জুন) ডেপুটি রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়,বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী ২৫ জুন সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে পদ্মা সেতু উদ্ধোধন অনুষ্ঠান বড় পর্দায় দেখতে পাবে।

অফিসে আদেশ আরো ২৮ জুন এক র‍্যালি আয়োজনের কথা বলা হয়।র‍্যালি পালনের জন্য অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড.স্বপন চন্দ্র মজুমদারকে আহ্বায়ক করে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।কমিটির বাকি সদস্যরা হলেন,ছাত্র উপদেষ্টা ড.মোহা:হাবিবুর রহমান,বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোঃমোকাদ্দেস-উল ইসলাম,ব্যবস্থপনা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল-আমীন,গনিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান,অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নাসির হোসাইন, আইসিটি সেলের প্রোগ্রামার সাইদুর রশিদ,এবং সদস্য সচিব হিসেবে আছেন সাইফুল ইসলাম।

উল্লেখ্য, অনুষ্ঠানের দিন শহর থেকে ৬ টি বাস ছেড়ে আসবে এবং অনুষ্ঠান শেষে ফিরে যাবে।