বাংলাদেশের গৌরব, স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের সাফল্য উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ
হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং আর এন ট্রেডিং লি: এর
পৃষ্ঠপোষকতায় “পদ্মা সেতু হ্যান্ডবল সিরিজ (নারী)-২০২২’’ এর উদ্বোধনী অনুষ্ঠান
আজ ২৬ জুন।

রবিবার বিকাল সাড়ে ৩টায় শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সম্মানীত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আর এন ট্রেডিং লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: নাদিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ সভাপতি মো: নূরুল ইসলাম।

উদ্বোধন শেষে বাংলাদেশ জাতীয় নারী হ্যান্ডবল দল বাংলাদেশ আনসার ও ভিডিপি এর নারী হ্যান্ডবল দলের মাঝে সিরিজের প্রথম খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বাংলাদেশ জাতীয় নারী হ্যান্ডবল দল ৩২-২৮ গোলে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে পরাজিত করে সিরিজে ১-০ তে এগিয়ে যায়। প্রথমার্ধে উভয় দল ১৪-১৪ গোলে সমতায় ছিল। বাংলাদেশ জাতীয় নারী হ্যান্ডবল দলের ০৬ নং জার্সিধারী আছিয়া খেলায় সর্বোচ্চ ০৬ টি গোল করেন।

সিরিজের ২য় খেলা আগামীকাল একই ভেন্যুতে এবং একই সময়ে অনুষ্ঠিত হবে।