আগের দিন ৩৪০/৫ স্কোরে থাকা ওয়েষ্ট ইন্ডিজ আজ বড় রান জমা করবে সেটাই ছিল সকলের প্রত্যাশা। সিরিজের দ্বিতীয় টেষ্টে টস জিতে স্বাগতিকরা বল হাতে তুলে নিয়ে বাংলাদেশকে ২৩৪ রানে অলআউট করে। এরপর জবাব দিতে নেমে ১৩২ রানে ৪ উইকেট হারিয়ে চাপেও পড়ে স্বাগতিকরা। কিন্তু ৫ম আর ৬ষ্ঠ জুটি বড় জুটি তৈরি করে দৃশ্য পাল্টে দেয়। দ্বিতীয় দিন স্বাগতিকদের মিডল অর্ডার ব্যাটসম্যান মায়াস ১২৬ রানে আর সিলভা ২৬ রানে অপরাজিত ছিলেন। তবে পেসার খালেদের ঝড়ো বাতাসে বেশি সময় দাঁড়িয়ে থাকা হয়নি স্বাগতিক ব্যাটসম্যানদের।

৩৪০/৫ উইকেট, এরপর খুব বেশি দূর যাওয়া হয়নি মায়ার্সের আর সিলভার। সকালের দিকেই বৃষ্টি হানা দেয়, লাঞ্চের আগে ৩৭৬ রানে ৭ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। লাঞ্চের পর এক ঘন্টার বেশি টেকেনি স্বাগতিকরা।

সিলভাকে ২৯ রানের মাথায় এলবি’র ফাঁদে ফেলেন মিরাজ। এরপর জোসেফকে ৬ রানে খালেদই ক্যাচ বানালেন। ১৪৬ রানে থাকা মায়ার্সকে পেসার খালেদ ক্যাচ দিতে বাধ্য করলেন, স্কোর ৩৮৪/৮। শেষ দিকে কেমার রোচ ১৮ রানে অপরাজিত থাকলেও আর কেউ দাঁড়াতে পারেনি, অলআউট ৪০৮।

পেসার খালেদ ৫টি, মিরাজ ৩টি আর শরিফুল ২ উইকেট পকেটে জমা করেন।