মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ই হচ্ছে মূল শিক্ষার জায়গা। শিক্ষার্থীদের চরিত্র গঠনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই মুখ্য ভ’মিকা পালন করেন। প্রাথমিক বিদ্যালয়ে শুধুমাত্র পুঁথিগত শিক্ষাই দেওয়া হয় না, শিক্ষার্থীরা সেখানে লেখাপড়ার পাশাপাশি শিক্ষকদের কাছ থেকে আদব-কায়দা, আচার-আচরণ শিক্ষা লাভ করে। সন্তানেরা বাবা-মায়ের কথার চেয়ে শিক্ষকের কথার বেশি গুরুত্ব দেয়। কাজেই শিক্ষকদের মাধ্যমেই শ্রেণীকক্ষের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শবান, নীতিবান, চরিত্রবান করে গড়ে তুলতে হবে। তাদেরকে ভাল আচার আচরণ শিক্ষা দিতে হবে। আর এটা শুধু শিক্ষকদের দ্বারাই সম্ভব।

বুধবার দুপুরে তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের অনলাইন বদলি কার্যক্রমের পাইলটিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, জাতিকে উন্নত জাতিতে রূপান্তরিত করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। এজন্য প্রাথমিক শিক্ষকদের এগিয়ে আসতে হবে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশের কারিগর আমরা তৈরি করবো। প্রাথমিক শিক্ষকদের এদিকে মনোনিবেশ করতে হবে। এজন্য শিক্ষকদের সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে, তাদের ব্যাথা বেদনা দুর করা হবে। কিন্তু আমাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষকদের হাতেই আছে উন্নত বাংলাদেশের চাবি। শিক্ষকরাই পারবেন বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা গড়ে তুলতে। এজন্য সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

গাজীপুরের জেলা প্রশাসক আনিছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক অধিদপ্তর ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মুহিবুর রহমান, গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলামসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।