টেস্ট সিরিজ শেষ হবার পর ৫ ক্রিকেটারের সঙ্গে আজ বিমানে চড়ার কথা ছিল স্পিনার তাইজুলের। কিন্তু বাঁহাতি স্পিনার এখনও দেশে ফিরছেন না। ওডিআই সিরিজে অংশ নিতে তাইজুল ডোমিনিকায় দলের সঙ্গে যোগ দিয়েছে বলে বিসিবি থেকে জান গেছে। তাইজুলকে ওয়ানডে স্কোয়াডের রাখা হয়েছে, টিম ম্যানেজমেন্টের থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ানডে সিরিজে সাকিব আল হাসান খেলবেন না। টি-টোয়েন্টি সিরিজ শেষে সাকিব ফিরবেন যুক্তরাষ্ট্রে। ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। সাকিবের বদলী হিসেবেই তাইজুলকে ওডিআই দলে নেয়া হয়েছে। তাইজুল ওডিআই ক্যারিয়ারে শেষ বার জাতীয় দলের হয়ে মাঠে নামেন ২০২০ সালের মার্চে সিলেটে, জিম্বাবুয়ের বিপক্ষে।

সাকিব ওয়েস্ট ইন্ডিজ সফরে ওডিআই সিরিজে খেলবেন না এটা নতন খবর না। তবে নির্বাচক, টিম ম্যানেজমেন্ট বা বিসিবি কোন জায়গা থেকেই এ নিয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। উল্টো সাকিবকে তিন ফরম্যাটের স্কোয়াডে রেখে দল ঘোষণা করে বিসিবি।