বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটার তৈরির জন্য দুই গ্রুপে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একদিকে বাংলা টাইগার্স টিম অন্য দিকে বিসিবি হাই পারফর্মেন্স টিম। অনেক ধরেই দুই গ্রুপে ভাগ হয়ে ক্রিকেটাররা অনুশীলন করছে। এবার মাঠে নেমেছে দুই দল নিজেদের প্রমান করতে।

দুই দলের সিরিজ রাজশাহীর ভেনু্্য ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে। সিরিজের আগে আজ দুই দল নেমেছে ৪ দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে। রাজশাহীতে আজ টস জিতে বাংলা টাইগার্স বল হাতে তুলে নেয়।

আগে ব্যাট করতে নেমে হাই পারফর্মেন্স টিম ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে জমা করে ১৭৬ রান। ওপেনার তানজিদ হাসান ১১ রানে আউট হলেও অপর ওপেনার মাফিজুল ইসলাম ৪৭ রানে ফিফটি মিস করলেন। মিডল অর্ডারে সাহাদাত হোসনের ২১ আর মৃঞ্জয়ের ৩০ রানে ভর দিয়ে ১৭৬ রানে পৌচ্ছায় হাই পারফমেন্স টিম। মোল্লা ১৪ রানে আর মৃঞ্জয়ের ৩০ রানে ব্যাট করছেন। কাল প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন।