যে কথা বলিনি

আমি সুতোয় বাধিনি শাপলা ফুল নয়তো কারো মন-
বাধিনি প্রেমে কারো স্বপ্ন! নয়তো কারো আমন্ত্রণ,
আমিতো কেবল নেশাচর সুপ্ত প্রেম আঁকি কাব্যাচরে-
হয়তো নিঃরবে কখনো যে আবার লোকের অগোচরে!

কখনো আবার আঁকি ছবি ভালোবেসে প্রকৃতি মায়ায়-
নিবিড় করে চাওয়া-পাওয়ার সুত্রে জীবনের মোহনায়,
আমিতো চাই সকলের ভালো এ জীবনে ভালোবেসে-
প্রত্যাশার বাতিঘরে আসেনিতো কেউ এতটুকুও পাশে!

তবু্ও আমি নিভৃতে থেকে চর্চা করছি অদৃশ্য মোহে-
আমার চিত্তের লালিত স্বপ্ন আশা জমা রেখে দ্রোহে,
নন্দিত নীঁদে খুঁজে বেড়াই প্রেয়সীর আঁচলে আমন্ত্রণ-
হয়তো যে করেনি এখনও কারো ভালোবাসা গ্রহন!

সময় যাচ্ছে বয়ে নিঃশব্দে; গহীনে লালন করে উচ্ছাস-
হতাশা নিরাশা দিয়ে ঠেলে দুরে একাকী করছি বসবাস,
করেছি সঞ্চয় মনোবল; আবহে অটুট ভাবনার সীমা-
ওগো সময় সঙ্গ দিয়ো; ভালোবাসা হৃদয়ে আছে জমা!

আমি নগ্ন চোখে খুঁজে ফিরি অপকটে শুভ্রতা বিষাদে-
সাড়া পেলেও হয়না পাওয়া সৌজন্যতা ব্যপ্ত আহ্লাদে,
আমি পথের ধারে নাম না জানা ফুলের করি সন্ধান-
অকালে যেনো না যায় ঝরে বাসনায় নিয়ে অভিমানে……

কলমে :প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ