জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে ৮১ রানে থাকা অবস্থায় দৌড়ে রান নেবার সময় পায়ের রগে টান লাগে। নিরাপদেই ক্রিজে পেরিয়ে এলেন লিটন, কিন্তু নিজ পায়ে আর দাঁড়ানো হলো না। মাঠ কর্মীদের হাতের উপরদিয়ে মাঠের বাইরে নিয়ে আসা হয় আহত লিটনকে। আর মাঠে ফেরা হয়নি।

সে ফেরাটা যে আরো ৩ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত লাগবে সেটা জানা গেছ ম্যাচ চলাকালে লিটনের এমআরআই স্ক্যান করানোর পর। আজ রাতে াবংলাদেশ ৫ উইকেটে জিম্বাবুয়ের বিপক্ষে হারের দেড় ঘন্ট পর দলের ফিজিও এ খারাপ সংবাদটি বিসিবির মিডিয়া বিভাগের মাধ্যমে জানিয়ে দিলেন।

সঙ্গে মুশফিকের আঙ্গুলে সামান্য আঘাত নিয়ে সমস্যা হবে বলেও জানিয়েছেন। আর শরিফুলেরিইনজুরি সম্পর্কে কালই নিশ্চিত জানা জাবে বলে জায়েছেন দলের ফিজিও মোজাদ্দেদ আলফা সানী।

তিনি এক ভিডিও বার্তায় বলেন, ম্যাচ চলাকলেই আমরা লিটন কুমার দাসকে এমআরআই স্ক্যান করাতে নিয়ে যাই। রিপোর্ট পাবার পর জানা যায়, এ ধরনের আঘাতে ৩-৪ সপ্তাহ সময় লাগে সেরে উঠতে। এর মানে এ সিরিজে আমরা লিটনকে আর পাচ্ছি না। তবে মুশফিক এবং শরিফুল আশা করছি পরের ম্যাচে খেলতে পারবে। তবে শরিফুলের বিষয়টি কারই নিশ্চিত হওয়া যাবে।’