সাকিব আল হাসানের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক সফল হয়েছে। আজ দিন ভর সাকিব-বিসিবির বৈঠকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, নির্বাচক নান্নু, বাশার উপস্থিত ছিলেন। অনেক আলোচনাই হয়েছেে এ বৈঠকে, বিসিবি সূত্র থেকে জানা গেছে। তবে সব ভাল যার শেষ ভাল তার। সফল বৈঠক শেষে দল ঘোষণা দিয়েছে বিসিবি। তাতে অধিনায়ক সাকিব আর দলেিএসেছেন সাব্বির রহমান আর সাইফউদ্দিন।

এ মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের আসর। বিশ্বকাপকে ফলো করে এশিয়া কাপও সেভাবেই অনুষ্ঠিত হয়। যেহেতু অক্টোরে বিশ্বকাপ টি২০, তাই এবারের আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এশিয়া কাপকে সামনে রেখে তিন চমক দিয়ে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক বদলানো হয়েছে।

আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি। সেইসঙ্গে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দলও দেওয়া আছে। তাসকিনের দলে ফেরা ও দলে ফিরেছে পাওয়া হার্ডহিটার ব্যাটার সাব্বির রহমান। এছাড়া ফিরেছেন নুরুল হাসান সোহান।

এশিয়া কাপ দল :

সাকিব আল হাসান (অধিনায়ক),

এনামুল হক বিজয়,

মুশফিকুর রহিম,

আফিফ হোসেন,

মোসাদ্দেক হোসেন,

মাহমুদউল্লাহ রিয়াদ,

শেখ মেহেদি হাসান,

মোহাম্মদ সাইফউদ্দিন,

হাসান মাহমুদ,

মোস্তাফিজুর রহমান,

নাসুম আহমেদ,

সাব্বির রহমান,

মেহেদি হাসান মিরাজ,

এবাদত হোসেন,

পারভেজ হোসেন ইমন,

নুরুল হাসান সোহান,

তাসকিন আহমেদ।