সরকার পক্ষের হস্তক্ষেপের কারণে সবশেষ ফিফার কাছে নিষিদ্ধ হলো ভারতীয় ফুটবল। বিশ্ব ফুটবল সংস্থার নিয়ম লংঘনের দায়ে এই শাস্তি পেতে হলো সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ)। এ কারণে আপাতত কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না ভারতীয় দল কিংবা ভারতের কোনও দল।

তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে নিষিদ্ধ হওয়া প্রথম দেশ ভারত নয়। এর আগেও একাধিক দেশ একই কারণে নিষেধাজ্ঞা পেয়েছিল। এর আগে মোট ৮টি দেশকে ফিফা নিষিদ্ধ করেছিল। এরা হলো – ইরাক – ২০০৮,  ইরাক – ২০০৯, বসনিয়া- ২০১১, নাইজেরিয়া- ২০১৪, কুয়েত – ২০১৫, ইন্দোনেশিয়া, ২০১৫, গুয়াতেমালা – ২০১৬, পাকিস্তান – ২০১৭, পাকিস্তান – ২০২১, কেনিয়া – ২০২২