ভাগ্য সহায় হয়নি তাই তো পেছনে পড়ে গেলেন।  ইনজুরির ধাক্ক দিয়ে ফেলে দিল লিকট কুমার দাসকে। এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়কও হতে পারতেন। কিন্তু চোটের কারণে মাঠের বাইরে।

সাকিব, মুশফিকরা মহাদেশীয় প্রতিযোগিতার জন্য মিরপুরে প্রস্তুত হচ্ছেন। অন্যদিকে লিটন শুরু করলেন অন্যরকম লড়াই। সাইড স্ট্রেইন ইনজুরিতে মাঠের বাইরে থাকা এই ব্যাটসম্যানের মঙ্গলবার থেকে শুরু হলো পুনর্বাসন প্রক্রিয়া।

গত ৫ আগস্ট জিম্বাবুয়ে সফরে প্রথম ওয়ানডেতে ৮১ রানে খেলার সময় ডান পায়ের পেশিতে টান লাগে লিটনের। হারারেতে সেদিন তিনি মাঠ ছাড়েন স্ট্রেচারে করে। আর মাঠে ফেরা হয়নি তার। ১০ দিনের বিশ্রামের পর আজ ফিটনেস ট্রেনিং করেছেন লিটন। তাকে সঙ্গ দিয়েছেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম।

নিজের এই যাত্রাকে লিটন বলছেন অন্যরকম ভ্রমণ। ফেসবুকে নিজের ফিটনেস ট্রেনিংয়ের ছবি দিয়ে লিটন লিখেন, ‘এই শুরু হলো আমার অন্য ভ্রমণ।’