ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী ও রাশিয়ার এক শীর্ষ নেতা বুধবার সাক্ষাৎ করেছেন। সামরিক ও গোয়েন্দা সহযোগিতা নিয়ে তাদের আলোচনা করা কথা রয়েছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

বিস্তারিত না জানিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফাহিম ফিলিস্তিনের ন্যাশনাল অথরিটির মেজর জেনারেল নিদাল আবু দুখানের সঙ্গে একটি নিরাপত্তা সম্মেলনে যোগ দেন।

রাশিয়ার সঙ্গে ফিলিস্তিন ঐহিত্যগতভাবে ভালো সম্পর্ক বজায় রেখে আসছে। স্বাধীন রাষ্ট্রের জন্য ফিলিস্তিনের লড়াইকেও সমর্থন জানিয়ে আসছে মস্কো।

রাশিয়ার সঙ্গে ইসরাইলেও ঐহিত্যগতভাবে সুসম্পর্ক রয়েছে। তবে সম্প্রতি ইউক্রেন ইস্যুতে দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা নাজুক অবস্থায় রয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানিয়ে আসছে ইউক্রেন।