বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার গাজীপুরস্থ বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির উদ্যোগে শহরের প্রকৌশল ভবনের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এরশাদ হোসেন চৌধুরী। সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মোঃ আফজাল হোসেন, এমএ মজিদ, মোঃ জহিরুল হক, ফয়জুন নেছা, শহীদুল ইসলাম, রবিউল আজম, মোঃ মাহাতাব উদ্দিন প্রমূখ।
সভায় বঙ্গবন্ধুর জীবন ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। এসময় স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফরিদপুরকে আলাদা বিভাগ ঘোষণার দাবী জানান তারা। সভায় ’৭৫ এর ১৫ আগস্ট ঘাতকদের বুলেটে শহীদ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে সমিতির সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও শরিয়তপুর জেলা সমন্বয়ে গঠিত এ সমিতির সদস্যরা অংশ নেন।