জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক স্থাপনা ঘিরে বর্তমান যে পরিস্থিতি সেটি নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন।

স্থাপনাটি থেকে সামরিক বাহিনীর সদস্যদের বের করে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের অবশ্যই এ কথা মনে রাখতে হবে যে, জাপোরিঝিয়ার যে কোনো ক্ষতিই হবে আত্মঘাতী। খবর বিবিসির।

ইউক্রেনের লেভিভে বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে জাতিসংঘ মহাসচিব এ হুশিয়ারি উচ্চারণ করেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও বৈঠকে উপস্থিত ছিলেন। ইউক্রেনের জাপোরিঝিয়ায় পারমাণবিক বিপর্যয়ের ব্যাপারে সতর্ক করেছেন এরদোগান।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর প্রথমবার দেশটি সফরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট। এরদোগান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে জাতিসংঘ মহাসচিবের মতো এ বিষয়ে সতর্ক করলেন।

ইউক্রেনে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ব্যাপারে সতর্ক করেছেন তিনি। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক স্থাপনার নিয়ন্ত্রণ এখন রাশিয়ার হাতে।

ওই পারমাণবিক স্থাপনা ঘিরে উভয়পক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে। এ নিয়ে বিভিন্ন দেশের নেতারা সতর্ক করেছেন।

এবার সতর্ক করলেন ইউক্রেন সফররত এরদোগান ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর লেভিভে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন এরদোগান ও আন্তোনিও গুতেরেস।

বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমরা উদ্বিগ্ন। আমরা আরেকটি চেরনোবিল চাই না। আমরা এর একটা সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের ইউক্রেনীয় বন্ধুদের পাশে আছি।