বাগেরহাটের ফকিরহাটে বিষমুক্ত সবজি খামার পরিদর্শন করেছেন দাতা সংস্থার বিদেশী প্রতিনিধিরা। বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর) দুপুরে কৃষি অধিদপ্তরের স্মলহোল্ডার এগ্রিকালচারাল কমপিটিটিভনেস (এসএসিপি) প্রকল্পের মধ্যবর্তী মূল্যায়নে দাতা সংস্থার এই প্রতিনিধি দলটি ফকিরহাটের বেতাগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাছের ঘেরের পাড়ে সবজি চাষ, পানিতে সমন্বিত মাছ চাষের পদ্ধতি সরেজমিনে ঘুরে দেখেন। পোকা মাকড়ের হাত থেকে সবজি রক্ষা করতে প্রাকৃতিক বালাইনাশক ব্যবহার, মাটিতে কেঁচো ও গোবর সার ব্যবহারে বিষয়ে চাষিদের সাথে কথা বলেন। পরে তারা শেষে কৃষকদের সাথে মতবিনিময় করে সবজি চাষ ও বিপণন কার্যক্রম দেখে তারা সন্তোষ প্রকাশ করেন।

দাতা সংস্থার এই প্রতিনিধি দলে প্রকল্প মূল্যায়নের প্রধান আমেরিকার ডন গ্রীনবার্গ, দাতা সংস্থা আইএফএডি’র কর্মকর্তা শাতনু আবে (জাপান) ছাড়াও প্রকল্প পরামর্শক ড. হামিদুর রহমান, কৃষিবিদ ড. আনিসুর রহমান, প্রকৌশলী মো. আবুল বাশার, উপ সচিব ড. রাজু আহমেদ, বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের পিএসও ড. পরিমল চন্দ্র সরকার, বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজাউর রহমান, এসএসিপি প্রকল্পের জ্যেষ্ঠ মনিটরিং অফিসার সৈয়দ আবু সিয়াম জুলকারনাইনসহ কর্মকর্তাবৃন্দ। এসময়, বাগেরহাট কৃষি অধিদপ্তরের উপ পরিচালক মো, আজিজুর রহমান, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোতাহার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাছরুল মিল্লাত, বেতাগা ইউপি চেয়ারম্যান শেখ ইউনুস আলী উপস্থিত ছিলেন।

বাগেরহাট প্রতিনিধি