বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ হুঁশিয়ারি দিয়ে বলেন, মুক্তিযোদ্ধাদের কোনো সরকার সম্মান দেয়নি। তাই মুক্তিযোদ্ধারা এখন শাসন ব্যবস্থায় হস্তক্ষেপ করতে চায়।’ বলে মন্তব্য করেছেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আয়োজিত আলোচনায় হুঁশিয়ারি দিয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, যে সরকার গণবিরোধী সেই সরকারকে মুক্তিযোদ্ধারা টেনে নামাতে চায়। জোর করে রাষ্ট্র ক্ষমতায় থাকতেই হবে এজন্যই মুক্তিযুদ্ধের চেতনা থেকে যোজন-যোজন দূরে চলে গেছে সরকার।’ হাফিজ উদ্দিন আহমেদ মুক্তিযোদ্ধাদের সম্মানহানির জন্য আওয়ামী লীগ হাজার মানুষকে মুক্তিযোদ্ধা বানিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, দেশে নির্বাচন নাই, গণতন্ত্র নাই; আছে শুধু লুটপাট। দেশের টাকা লুটপাট করেই সুইস ব্যাংকে সম্পদের পাহাড় গড়ে তোলা হয়েছে।