পুুরুষ এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে শেষ হয়েছে। এবার নারী এশিয়া কাপ। আর এই আসরে স্বাগতিক বাংলাদেশ, ভেনু্্য সিলেট ক্রিকেট স্টেডিয়াম। ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত টানা চলবে নারী এশিয়া কাপ, এটা আগে থেকেই জানা তথ্য। কিন্তু পূর্ণাঙ্গ সূচী জানা ছিল না এসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে সূচী বিসিবিতে আসেনি। রাতে এসিসি থেকে পাঠানো সিলেট নারী এশিয়া কাপের সূচী বিসিবি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে। প্রতিদিন দুইটি করে ম্যাচ সূচীতে রেখে আসর সাঁজানো হয়েছে।

নারী এশিয়া কাপের সূচী ঘোষণার সময় এসিসির সভাপতি জয় শাহ বলেন,“ইতিহাসে প্রথমবারের মতো ৭টি নারী দল হবে। একটি সম্পূর্ণ রাউন্ড রবিন ফরম্যাটে টুর্নামন্টে অনুষ্ঠিত হবে। এটা এসিসির জন্য একটি বড় উৎসাহ হবে বলে আমরা আশা করি। আইসিসির নারী বিশ্বকাপ যেহেতু টি২০ হবে তাই নারী এশিয়া কাপ-২০২২ সংস্করণ-টিও টি২০ হবে।’

                                                 সিলেট নারী এশিয়া কাপের সূচী

১ অক্টোবর, বাংলাদেশ বনাম থাইল্যান্ড, সকাল ৯টায়
ভারত বনাম শ্রীলঙ্কা, ১টা ৩০ মিনিট

২ অক্টোবর, পাকিস্তান বনাম মালেশিয়া, সকাল ৯টায়
শ্রীলঙ্কা বনাম সংযুক্ত আরব আমিরাত, ১টা ৩০ মিনিট

৩ অক্টোবর, পাকিস্তান বনাম বাংলাদেশ, সকাল ৯টায়
ভারত বনাম মালেশিয়া, ১টা ৩০ মিনিট

৪ অক্টোবর, শ্রীলঙ্কা বনাম থাইল্যান্ড, সকাল ৯টায়
ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, ১টা ৩০ মিনিট

৫ অক্টোবর, সংযুক্ত আরব আমিরাত বনাম মালেশিয়া , ১টা ৩০ মিনিট

৬ অক্টোবর, পাকিস্তান বনাম থাইল্যান্ড, সকাল ৯টায়
বাংলাদেশ বনাম মালেশিয়া, ১টা ৩০ মিনিট

৭ অক্টোবর, সংযুক্ত আরব আমিরাত বনাম থাইল্যান্ড, সকাল ৯টায়
পাকিস্তান বনাম ভারত, ১টা ৩০ মিনিট

৮ অক্টোবর, শ্রীলঙ্কা বনাম মালেশিয়া, সকাল ৯টায়
বাংলাদেশ বনাম ভারত, ১টা ৩০ মিনিট

৯ অক্টোবর, থাইল্যান্ড বনাম মালেশিয়া, সকাল ৯টায়
পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত, ১টা ৩০ মিনিট

১০ অক্টোবর, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, সকাল ৯টায়
ভারত বনাম থাইল্যান্ড, ১টা ৩০ মিনিট

১১ অক্টোবর, বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত, সকাল ৯টায়
পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, ১টা ৩০ মিনিট

১২ অক্টোবর                                          বিরতি

১৩ অক্টোবর, সেমিফাইনাল-১, টিম এ বনাম টিম ডি, সকাল ৯টায়
                 সেমিফাইনাল-২, টিম বি বনাম টিম সি, ১টা ৩০ মিনিট

১৪ অক্টোবর                                           বিরতি

১৫ অক্টোবর                                         ফাইনাল

সূত্র : বিসিবি