দুর্গোৎসব, আর তো মাত্র কয়েক দিন বাকী। এই সময়টাতে বাংলাদেশ-ভারত দুই দেশের মানুষের মাঝে আসা-যাওয়া উপলক্ষ্যটা আরো বেড়ে যায়। দুর্গোৎসবকে সামনে রেখে প্রতিদিনই হিলি চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার বেড়েছে।

যার মধ্যে সনাতন ধর্মাবলম্বীর সংখ্যা বেশি। শারদীয় দুর্গোৎসবের দিন যতই সামনে আসছে, যাত্রীদের আসা-যাওয়াও তত বাড়ছে। হিলি চেকপোস্টে শুক্রবার পুরোটা দিন পাসপোর্টধারী যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল চোঁখে পড়ার মতো। আজ শনিবারও (২৪ সেপ্টেম্বর) একই চিত্র দেখা গেছে।