মাহসা আমিনি ছিলেন তেহরানে (ইরানের রাজধানী) হিজাব আইন ভঙ্গ করার জন্য পুলিশ কর্তৃক আটক ২২ বছর বয়সী মহিলা। তিনি পুশিলের নির্যাতনে মারা যান, এররই শুরু হয় ইরানের নারীদের বিক্ষোভ-আন্দোলন। এতে করে ব্হু মানুষ মারা গেছে গত কয়েক দিনে। ইরানী সরকার পক্ষ যেমন নমণীয় নয়, তেমননি নমণীয় হচ্ছে না বিক্ষোভ-আন্দোলন-কারীরা।

সংঘাত তাই চলছেই, পুরো বিশ্ব জুড়েই এখন ইরানী নারী আমিনিকে হত্যার ঘটনায় নিন্দা জানাচ্ছে। বিশেষ ভাবে এক্ষেত্রে এগিয়ে রয়েছে ইরানের চিরশক্র আমেরিকান সরকার। আমেরিকান সরকার ইরানের ইন্টারনেট সংযোগও বন্ধ করে দিয়েছিল।

এখতো ইরানী নারীরা নিজেরদর স্কাফ পুড়িয়ে মাথার চুল কেটে ফেলছে। বিশ্বজুড়ে এ দৃশ্য আলোড়ন সৃষ্টি করেছে। ইরানি নারীদের মাথার স্কার্ফ পুড়িয়ে চুল কাটার গল্প ছবিতে ছবিতে তুলে ধরা হলো আন্তর্জাতিক মিডিয়া থেকে ছবি সংগ্রহ করে।